ঢাকা, বুধবার, ১৫ মে, ২০২৪

ভারত সরকারকে আম উপহার দিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভারতের পশ্চিম বাংলার রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের জন্য উপহার স্বরুপ এক ট্রাক ২৬০০ কেজি হাড়ি ভাঙ্গা আম পাঠিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বেলা সাড়ে ১২ টার সময় বেনাপোল বন্দর দিয়ে এ উপহার সামগ্রী ভারতে পাঠানো হয়। এদিকে উপহারের আম গুলো ভারতে পাঠাতে কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে সহযোগিতা করছেন রবি ইন্টারন্যাশনাল নামে একটি সিএন্ডএফ এজেন্ট। এবং ভারতের পেট্রাপোল বন্দরের কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। 


শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা জানান, বাংলাদেশ সরকারের উপহারের ২৬০০ কেজি আম ভারতের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।


এসময় উপস্থিত ছিলেন ভারতে  নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব  মুহাম্মাদ সামিউল কাদের, বেনাপোল কাস্টম হাউজের ডেপুটি কমিশনার অনুপম চাকমা, বেনাপোল স্থলবন্দর উপ-পরিচালক মামুন কবির তরফদার, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, নাভারন সার্কেল এসপি জুয়েল ইমরান, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান, চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার  মোঃ আশরাফ প্রমুখ।

ads

Our Facebook Page